এইচএসসি ২০২৩ – অর্থনীতি দ্বিতীয় পত্র |প্রথম অধ্যায় : জ্ঞানমূলক প্রশ্ন

আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো এইচএসসি ২০২৩ – অর্থনীতি দ্বিতীয় পত্র |প্রথম অধ্যায় : জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে-

১.  বিশ্বায়ন কী ?

       উত্তর : মানবসম্পদ, তথ্যপ্রযুক্তি, মূলধনসহ পণ্যসামগ্রীর অবাধ প্রতিযোগিতা ও গতিশীলতার দ্বারা অর্থনৈতিক উন্নয়নের শীর্ষে পৌঁছার জন্য পর্যায়ক্রমিক প্রক্রিয়াই হলো বিশ্বায়ন

২. বাংলার অর্থনীতিতে স্বর্ণযুগ ছিল কোন যুগ ?

   উত্তর : বাংলার অর্থনীতিতে স্বর্ণযুগ ছিল মধ্যযুগ ।

৩.  অর্থশাস্ত্রের জনক কে ?

   উত্তর : ‘অর্থশাস্ত্রের জনক ‘কৌটিল্য’ ।

৪. ‘বরেন্দ্রভূমি’ বলে কোন অঞ্চলকে?

   উত্তর : দিনাজপুর ও রাজশাহী জেলার উত্তরাংশ এবং রংপুর ও বগুড়া জেলার পশ্চিমাংশের অপেক্ষাকৃত উচ্চভূমিকে বরেন্দ্রভূমি বলা হয় ।

৫.  পদ্মার তিনটি উপনদীর নাম লেখ ।

    উত্তর : পদ্মার তিনটি উপনদী হলো : (১) গড়াই, (২) মধুমতি ও (৩) চিত্রা

৬. ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায় ?  

  উত্তর : তিব্বতের মানসসরোবর হ্রদ থেকে ।

৭. গ্রামীণ খাত কি ?

  উত্তর যেসব খাত নিয়ে গ্রামীণ অর্থনীতিক কর্মকাণ্ড সংগঠিত ও পরিচালিত হয় তাকে গ্রামীন খাত বলে

৮. পরিবেশ বলতে কি বোঝ ?

   উত্তর যে পারিপার্শ্বিক অবস্থা উন্নয়নের ধারাকে প্রভাবিত করে তাকে পরিবেশ বোঝায়

৯. প্রাকৃতিক পরিবেশ কি ?

  উত্তর: প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন মাটি পানি বাতাস তাপ আলোর গাছপালা সাগর মহাসাগর নদী পশুপাখি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।

১০. বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার ?

   উত্তরঃ ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার ।

১১. বাংলাদেশ ও মায়ানমারের সীমানার দৈর্ঘ্য কত কিলোমিটার ?

   উত্তরঃ  বাংলাদেশ ও মায়ানমারের সীমানার দৈর্ঘ্য ২৮৩ কিলোমিটার।

১২.  অর্থনৈতিক মন্দা কাকে বলে ?

   উত্তরঃ দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক কার্যকলাপের ধীরগতি ও বাণিজ্যিক আবর্তনের সংকোচন কে অর্থনৈতিক মন্দা বলে।

১৩. বিশ্বায়ন কি ?

   উত্তরঃ  মানব সম্পদ তথ্য প্রযুক্তি মূলধনসহ পন্য সামগ্রী অবাধ প্রতিযোগিতা ও গতিশীলতার ধারা অর্থনৈতিক উন্নয়নের শীর্ষে পৌঁছার জন্য পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় হলো বিশ্বায়ন।

১৪. বাংলার অর্থনীতিতে স্বর্ণযুগ ছিল কোন যুগ ?

   উত্তরঃ মধ্যযুগ।

আরও পড়ুন বাংলাদেশের-কৃষির-বৈশিষ্ট

 ১৫. অর্থশাস্ত্রের জনক কে ?

   উত্তরঃ  ‘অর্থশাস্ত্রের জনক’ কৌটিল্য

১৬. বরেন্দ্রভূমি বলে কোন অঞ্চলকে ?

  উত্তরঃ  দিনাজপুর রাজশাহী জেলার উত্তরাংশ এবং রংপুর ও বগুড়া জেলার পশ্চিমাংশের অপেক্ষাকৃত উচ্চভূমিকে বরেন্দ্রভূমি বলা হয়।

১৭. পদ্মার তিনটি কোনদিন নাম লেখ।

       উত্তরঃ পদ্মার তিনটি উপনদী নাম হলো: গড়াই, মধুমতি,  চিতা।

১৮. ব্রহ্মপুত্র নদের ভূত উৎপতিস্থল কোথায় ?

      উত্তরঃ  তিব্বতের

Leave a Comment