এইচ.এস.সি অর্থনীতি ২য় পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

এইচ.এস.সি অর্থনীতি ২য় পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

১. কৃষিজোত কাকে বলে ?

  উত্তর: কৃষক যে আয়তনের জমির উপর কৃষি কাজ পরিচালনা করে তাকে কৃষিজোত বলে। এরকম ক্ষুদ্র, মাঝারি কিংবা বড় হতে পারে।

২. জীবননির্বাহী খামার কি ?

  উত্তর: জীবন নির্বাহী জন্য স্বল্প পুঁজি নিজস্ব নিজস্ব ব্যবস্থাপনায় কৃষক যে কৃষিকাজ পরিচালনা করে তাকে জীবন নির্বাহী কৃষি খামার বলে ‌।

আরও পড়ুন

এইচএসসি ২০২৩ – অর্থনীতি দ্বিতীয় পত্র |প্রথম অধ্যায় : জ্ঞানমূলক প্রশ্ন

৩. কৃষিঋণ কী ?

  উত্তর: কৃষিকাজের প্রয়োজনীয় কৃষক যে ঋণ দেওয়া হয় বা কৃষক যে ঋণ গ্রহণ করে থাকে তাকে কৃষিঋণ বলে ।

৪. শস্য বহুমুখী করণ বলতে কি বোঝায় ?

  উত্তর: একই জমিতে বিভিন্ন ঋতুতে বিভিন্ন শস্য উৎপাদন খামারে একাধিক শস্য উৎপাদন করাকে শস্য বহুমুখীকরণ বলে ।

৫. বাংলাদেশের কৃষির উপখাতসমূহ কী ?

  উত্তর: বাংলাদেশের কৃষি উপখাত সমূহ হলো শস্য ও শাকসবজি খাত, প্রাণিসম্পদ, বনজ ইত্যাদি ।

৬. কৃষি কী  ?

 উত্তর: জমি চাষাবাদের মাধ্যমে ফসল উৎপাদন করার প্রক্রিয়াই হলো কৃষি।

৭. কৃষি পণ্য বিপণন কী ?

  উত্তর: কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য ভোট্টার নিকট পৌঁছানোর প্রক্রিয়াকে কৃষি পণ্য বিপণন বলে।

৮. কৃষি প্রযুক্তি কী ?

  উত্তর: কৃষি প্রযুক্তি হলো কৃষিপণ্য উৎপাদন, ব্যবহার, সংরক্ষণ ও বাজারজাতকরণের উদ্দেশ্য আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি, কুশল ও যন্ত্রপাতির ব্যবহারকে বোঝায় ।

৯. বাংলাদেশের অর্থনীতিতে একক বৃহত্তম খাত কোনটি ?

  উত্তর:বাংলাদেশের অর্থনীতিতে একক বৃহত্তম খাত হলো কৃষিখাত

১০. বাংলাদেশের বর্তমানে দারিদ্র সীমার নিচে কত ভাগ মানুষ বাস করে ?

   উত্তর: বাংলাদেশের বর্তমানে দারিদ্র সীমার নিচে ১২.৯% ভাগ মানুষ বাস করে

১১. কৃষির ইংরেজি প্রতিশব্দ কী ?

   উত্তর: কৃষির ইংরেজি প্রতিশব্দ হলো Agriculture

১২. বিশেষায়িত খাবার কী ?

  উত্তর: যে খাবার শুধু বিশেষায়িত  একটি পণ্য উৎপাদনে নিয়োজিত থাকে তাকে বিশেষায়িত খাবার বলে।

১৩. সমবায় খামার কী ?

   উত্তরঃ যে খামারে একাধিক ব্যক্তি স্বেচ্ছায়  একত্রিত হয়ে সমবায়ের বৃদ্ধিতে চাষাবাদ করে তাকে সমবায় খামার বলে ।

১৪. কৃষিঋণের প্রাতিষ্ঠানিক উৎস কী ?

   উত্তরঃ সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে যেসব প্রতিষ্ঠানিক কৃষিঋণ বিতরণ করে থাকে তাকে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস- যেমন কৃষি ব্যাংক , বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক প্রভৃতি ।

১৫. ছন্দ বেকারত্ব কী ?

   উত্তর: একজন কৃষক যখন কোন উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে ,  কিন্তু তার কোন প্রান্তিক উৎপাদন ক্ষমতা থাকে না, তাকে ছন্দ বেকারত্ব বলে ।

১৬. ভূমিহীন কৃষক কারা ?

   উত্তর: যেসব কৃষক জমি চাষ করে অথচ নিজস্ব কোন জমি নেই অথবা জিরো দশমিক 0.50 একক এর কম জমি আছে , তারাই হলো ভূমিহীন কৃষক ।

Leave a Comment